প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৭ নভেম্বর শনিবার বিকেলে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যেগে এক বর্ধিত সভা ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সিংহ এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শাহ নেওয়াল মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বাযক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গুল আহওমদ কাজল, পৌর যুবলীগের সভাপতি ফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী, লোকমান খান, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায় হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি এডঃ এনামুল হক, শারফিন চৌধুরী, ফরহাদ আহমেদ, আবুল হোসেন, নেছার আহমেদ জগলু, শাহ সুমন আহমেদ, মহিবুর রহমান, হোসেন আহমেদ, দেওয়ান মোস্তাক আহমেদ, জগৎ সিংহ, কাসেম মিয়া, আব্দুল হাই, আলিম আহমেদ, ফারুক আহমেদ, আব্দুল্লা মিয়া, লেবু, বজলু চৌধুরী, আলম, শ্রীবাস রায়, ওলি খান, লিটন দত্ত, সঞ্জিত, সাকিব মিয়া, বাচ্চু মিয়া, আদর মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে সবার সম্মতিক্রমে বদরুজ্জামান চৌধুরী স্বাধীনকে আহ্বায়ক, হোসাইন আহমদ রফিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইন্দ্র জিৎ সিংহ, ডালিম আহমেদ, ফারুক আহমেদ, মোঃ বাচ্চু মিয়া ও তোফাজ্জুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে আওয়ামী লীগের একক প্রার্থী দেয়ার জন্য দাবী জানানো হয়।