প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৭ নভেম্বর শনিবার সকাল ১১ টার দিকে হবিগঞ্জ আরডি হলে আলহাজ্ব কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডঃ দ্বীপেশ চন্দ্র দাশের পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ হবিগঞ্জ জেলা কমিটির পরিচিতি, মতবিনিময় ও সাংগঠনিক বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভার কাজ শুরু করেন। সাধারণ সম্পাদক এডঃ দ্বীপেশ চন্দ্র দাশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া কর্তৃক ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন।
সভায় সাংগঠনিক বিষয়ে মতামত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাক মিয়া, এডঃ মোঃ আলাউদ্দিন তালুকদার, শাহবাজ চৌধুরী, শামীম আহমেদ, এডঃ মোঃ মর্তুজ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আলী, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব হোসাইন সাজিদ, মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আহসান উদ্দিন জামাল, মুক্তিযোদ্ধা জাহেদ উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী, এডঃ শামীম আহমেদ, এডঃ নজরুল ইসলাম খান, মোঃ নুরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা নিশিকান্ত দাশ, মুক্তিযোদ্ধা মোঃ আঃ মন্নান, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, অপু চৌধুরী, ডাঃ নন্দদেব রায় নানু, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা পীযুষ রায়, মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র গোপ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে ৭১ এর ঘাতক দালাল তথা মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করণসহ স্বাধীনতা বিরোধী শক্তির যেকোন চক্রান্ত প্রতিহত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ গঠনের লক্ষ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তী ২১ দিনের মধ্যে উপজেলা/পৌর কমিটি গঠন করতঃ জেলা কমিটির বরাবরে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।