প্রেস বিজ্ঞপ্তি ॥ মোঃ আজিজুল হক চৌধুরীকে সিলেট বিভাগের সফল ইউপি মেম্বার ও সমাজ সেবক হিসাবে বিশেষ অবদান রাখার জন্য সত্যজিত রায় সম্মাননা পদক ২০১৫ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ৬ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন পুরান পল্টন ঢাকায় সংশপ্তক জাতীয় শিশু ও কিশোর সংগঠন ও ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত সম্মাননা পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ সতীশ চন্দ্র রায়। বিশিষ্ট কথা সাহিত্যিক ও অতিরিক্ত সচিব মঈন উদ্দিন কাজল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কদ্দুছ আফরাত, সংশপ্তক জাতীয় শিশু কিশোর সংগঠক এর চেয়ারম্যান মুস্তাক আহমদ লিটন, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপনসহ গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল হককে সিলেট বিভাগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পদক প্রদান করা হয়।