স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সমর গোপ (২৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রুবেল গোপ (২৭), বক্ত গোপ (৬০), বকুল রানি গোপ (৪৫), ইমা রতি গোপ (৩৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় শহরতলী এড়ালিয়া গ্রামে দির্ঘদীন যাবত বাড়ির রাস্তার জায়গা নিয়ে একই এলাকার ভুবেন্ট ঘোষ ও নিতিশ ঘোষের লোক জনের সাথে এবেন্ট ঘোষের বিরোধ চলে আসছিল। এর জের দরে গতকাল সকাল ৬টার দিকে ভুবেন্ট ঘোষ ও নিতিশ ঘোষের লোকজন রাস্তার জায়গা দখল করতে গেলে এবেন্ট ঘোষের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভুবেন্ট গোষ ও নিতিশ ঘোষের লোকজন এবেন্ট ঘোষের লোকজনরে উপর হামলা চালায়। এতে একই পরিবারের ৫জন আহত হয়।