চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নাশকতা মামলায় চুনারুঘাট থানা ছাত্র শিবিরের সভাপতি ও ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মস্তু মিয়া (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, রবিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুরোড বাজারে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মস্তু মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জামায়াত নেতা মস্তু মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।