চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের আলতাব আলীর পুত্র উসমান আলী (৩৫) ও তার ছোট মর্তুজ আলী (৩০) কে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্তরা। জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে উসমান মিয়ার নিজ বসতবাড়ির সম্মুখের রাস্তায় এ ঘটনাটি ঘটে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’সহোদর আহত হন।