প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন গানিং পার্ক এলাকার মুরুব্বী ও যুব সমাজ। তারা বলেন আওয়ামীলীগের ত্যাগী কর্মী আতাউর রহমান সেলিমকে দলের মনোনীত মেয়র প্রার্থী করা হলে হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিজয় নিশ্চত হবে। গতকাল শহরের গার্নিংপার্ক এলাকায় প্রবীন শিক্ষক অজিত কুমার রায় এর সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহেমেদের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, এমদাদুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, স্বপন লাল বনিক, আব্দুল বারেক লস্কর, এস ডি প্লাজার স্বত্তাধিকারী শংকর রায়, ভানু দেব, আওয়ামীলীগ নেতা এডঃ আব্দুল গণি, ইসমাইল হোসেন, নিরঞ্জন রায়, মানস রায়, জসীম উদ্দিন, নাজমুল আনাম খান তুহিন, বিজয় রায়, রিপন গোপ ও শাওন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও মানবিক পৌরসভা গড়তে কাজ করে যাবেন। তিনি আরো বলেন পৌর কর না বাড়িয়েই সেবা নিশ্চিত করতে এবং অগ্রাধিকার প্রকল্প হিসেবে আরেকটি স্লুইসগেট নির্মান করে জলাবদ্ধতার হাত থেকে পৌলবাসীকে রক্ষা করার প্রতিজ্ঞা আছে তার।