স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন-অল্প সংখ্যক পুলিশ দিয়ে সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন সম্ভব না। অপরাধ দমন করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। অপরাধীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে সামাজিক চাপ সৃষ্টি করতে হবে। জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এতে ভুল থাকতে পারে। কিন্তু কোন ধরনের অনিয়ম দুনীর্তি মেনে নেয়া হবে না। তিনি শনিবার রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার মাঠে হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে আইন শৃংখলা উন্নয়নে জনগণের অংশ গ্রহন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৃন্দাবন সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এবং নাগরিক কমিটির সাধারন সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর জাহানা আরা খাতুন, উপধাক্ষ (অবঃ) প্রফেসর আব্দুল জাহের, কুমিল্লা বার্ড’র পরিচালক (প্রশাসন) মিজানুর রহমান, জেলা নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল আলী, আতাউর রহমান চৌধুরী সেলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবক আক্তার হোসেন মনির, মীর আব্দুল আলীম বাদল, তোফাজ্জল হোসেন ছুরুক, এনামূল হক শাহরাজ, ছায়েদুর রহমান, প্রবীণ শিক্ষক আব্দুল গফ্ফার খান, তাছাদ্দুক আহম্মদ মাষ্টার, আব্দুর রশীদ মেম্বার, আমিরুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, সাংবাদিক হামিদুর রহমান প্রমূখ।