নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত শুক্রবার সন্ধ্যায় গোল্ডেন প্লাজাস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে নবীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি ডাঃ আব্দুল আলিম ইয়াছিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী’র পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুন্দর আলী, মাষ্টার ইদ্রিছ আলী, প্রভাষক আব্দুল মন্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, বিএনপি নেতা মাওঃ শোয়াইব আহমদ চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, থানা শ্রমিক দলের সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মুহিবুর রহমান, সহ-সভাপতি মাসুকুল করিম মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সাংঠনিক সম্পাদক মীর বাচ্চু মিয়া, পৌর শ্রমিকদল নেতা কাজল মিয়া, জিতু মিয়া, কমলা মিয়া, শাহাজান মিয়া, সবুজ মিয়া, জজ মিয়া, খোকন মিয়া, ফকির মিয়া, সাবু মিয়া, আব্দুল কদ্দুছ, শুনিল রায়, হেলিম মিয়া, কালা মিয়া, সুমন মিয়া প্রমুখ। সভায় পৌর শ্রমিক দলের পক্ষ থেকে নবীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সমর্থন দেওয়া হয় এবং বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থী মনোনিত করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।