স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বালিয়ারকান্দি গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রের লাশ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। আটক ঘাতকের ভাবী পারভীন আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে। এখনও ঘাতককে আটক করতে পারেনি পুলিশ। গতকাল শনিবার ওই গ্রামের সৌদি প্রবাসী নয়ন চৌধুরীর পুত্র উচাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র লায়েছ চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। বিকালে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে মারাজ মিয়ার পুত্র ঘাতক রিপন মিয়া (২৫) এর ভাবী পারভিন আক্তারকে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ঘাতক রিপন আত্মগোপন করেছে।
উল্লেখ্য গত ৬ নভেম্বর সন্ধ্যায় খেলাশেষে লায়েছ বাড়ি ফেরার পথে রিপন তার কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন নেয়ার চেষ্ঠা করে। এ সময় লায়েছ বাঁধা দিলে রিপন তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।