প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুথান দিবস উপলক্ষ্যে গতকাল ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে জেলা জাসদ সভাপতি খায়রুল মনসুর মজনুর সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সরওয়ার জাহান লিটনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জাসদ নেতা শফিকুল বারী আউয়াল, জেলা জাসদ সাধারণ সম্পাদক এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফী, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, পৌর জাসদ সভাপতি শাহ আশিকুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি মাহবুবুল হাসান রিজু প্রমুখ। বক্তাগণ বলেন- ঐতিহাসিকভাবে সত্য, ৭ নভেম্বর আসলেই ছিল জাসদ নেতা কর্ণেল তাহেরের নেতৃত্বে ঘটে যাওয়া এক সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের মাধ্যমে তিনি বন্দী জিয়াকে মুক্ত করে সেনা প্রধানের পদে বসিয়েছিলেন। ৭ নভেম্বর জাসদের জন্য ঐতিহাসিক দিন। কিন্তু বিএনপি’র জন্য কোন কিছুই ছিল না, অথচ মিথ্যা ইতিহাসের বদৌলতে এখন দিনটিকে বিএনপি পালন করছে। বিএনপি বলছে, ওইদিন তাদের নেতা মেজর জিয়াকে কারাগার থেকে ম্ক্তু করে আনা হয়েছিল। একে সত্য বলা যায়। যদি তাই হয়ে থাকে, তাহলে কে জিয়াকে মুক্ত করেছিল? বিএনপি কেন ভুলেও কোথাও তাদের নেতা জিয়ার মুক্তিদাতা কর্ণেল তাহেরের নাম উচ্ছারণ করে না? বিএনপিকে যদি ৭ নভেম্বর পালন করতে হয়, তাহলে সবার আগে শ্রদ্ধার সঙ্গে কর্ণেল তাহেরকে স্মরণ করতে হবে। তিনি তাদের নেতাকে মুক্ত করেছিলেন। এজন্য একমাত্র জাসদই পালন করতে পারে ৭ নভেম্বর, বিএনপি নয়। এখন আর মিথ্যা ইতিহাস রচনা করে জনগণকে ধোকা দেওয়া যাবে না। ৭ নভেম্বর পালন থেকে বিএনপি’র দূরে সড়ে যাওয়াই হবে সবচেয়ে উত্তম কাজ। শাক দিয়ে মাছ ঢেকে বিএনপি আর কতদিন এভাবে রাজনীতি করবে?
সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাপ্ত হয়।