স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পইল গ্রামে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিবিদ, সাংবাদিক বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ১৫৭ তম জন্ম বার্ষিকী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিপিন পাল স্মৃতি সংসদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগী, আলোচনা ও কেক কাটা হয়। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শিশির বণিক ও সংগঠনের সাধারণ সম্পাদক একে আজাদ জুয়েল প্রমুখ। সভায় বক্তারা এই মহান নেতার জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।