নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জুরে “বন্ধু যুব সংঘ” নামে সম্পর্ণ অরাজনৈতিক একটি সেবা মূলক সংগঠন গঠন করা হয়েছে। গতকাল শক্রবার সন্ধ্যায় নবীগঞ্জের সালামতপুরে এক অস্থায়ী কার্যালয়ে কমিটির সকল সদস্যদের উপস্থিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি আব্দুল আমিন কামাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহাগ করিমের পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক সাংবাদিক রুমেল আহমেদ, সহ সভাপতি আবিদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক রাসেল শরিফ, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ প্রমূখ। এসময় বক্তারা বলেন, এ সংগঠন সম্পূর্ণ একটি সেবা মূলক সংগঠন সংগঠনের মূল মন্ত্র হবে ঐক্য, সেবা, শান্তি, সামাজিক ও সেবার জন্য স্বেচ্ছায় সদা প্রস্তুত থাকা। সভায় সর্বসম্মাতিক্রমে আব্দুল আমিন (কামাল) কে সভাপতি, আবিদ চৌধুরীকে সহসভাপতি, সোহাগ করিমকে সাধারন সম্পাদক ও রাসেল শরীফকে যুগ্ম সাধারন সম্পাদক, রাহিম আহমদকে সাংগঠনিক সম্পাদক, কোষাধক্ষ কাসেম আহমদকে, সাংবাদিক রুমেল আহমেদকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি গঠন হয়েছে।