মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গোলাম রব্বানী মাস্টারকে সভাপতি, অ্যাডভোকেট জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বানিয়াচং উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রবীন জাসদ নেতা রাখাল চন্দ্র চন্দ’র সভাপতিত্বে ও গোলাম রব্বানী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বক্তারা বলেছেন, যে উদ্দেশ্যে আওয়ামীলীগের সাথে জাসদ ঐক্যবদ্ধ হয়েছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্চে। কর্ণেল তাহের হত্যার বিচার হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে জামায়াত-বিএনপি জঙ্গিবাদী শক্তিকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করে পুনরায় ১৪ দলীয় জোট ক্ষমতাসীন হয়েছে। জাসদের দাবী অনুযায়ী স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার আইন হয়েছে। সারাদেশে জাসদকে শক্তিশালী করার মধ্যদিয়ে ভবিষ্যতে সমাজতন্ত্র কায়েম করার সংগ্রামও এগিয়ে নেয়া হচ্ছে। কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফি, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মস্তোফা কামাল, জেলা জাতীয় যুব জোট’র সভাপতি শাহ আব্দুল কাইউম, উপজেলা জাসদ নেতা তোতা মিয়া ও মোঃ তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান। কাউন্সিলে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়াসহ জাসদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে আগামী এক সপ্তাহের মধ্যে ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পূর্নাঙ্গ করে জেলা থেকে অনুমোদন নেয়ার জন্য নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনকে দায়িত্ব দেয়া হয়।