মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নানার বাড়ীতে বেড়াতে এসেছিল আপন। উদ্দেশ্যে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া। পথিমধ্যে ঘাতক বাস কেড়ে নিল আপন (১১) এর প্রাণ। বিয়ে বাড়ীতে আর আসা হলো না আপন এর। শোকে স্তব্দ বিয়ে বাড়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বানিয়াচং সদরের উত্তর পূর্ব ইউনিয়নের বাগ মহল্লা গ্রামে নানার বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আসার কথা ছিল তাদের। বুধবার রাতে ঢাকা থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় আপন এর পরিবারের সদস্যরা। হবিগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা যোগে বানিয়াচং আসার পথে সকাল ৮টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আপন (১১)। এ দূর্ঘটনায় নানী সিজিলা বেগম (৪৩) কে মূমূর্ষ অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। অন্য আহত মস্তুফা মিয়া (৫০) কে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ আপন এর মামাতো ভাই সনু মিয়ার বিয়ে অনুষ্ঠান। গতকাল সরেজমিন বিয়ে বাড়ীতে গিয়ে দেখা যায় পুরো বিয়ের অনুষ্ঠানে বিশাদের ছায়া নেমে এসেছে। এ দূর্ঘটনার ব্যাপারে সুবিদপুর পুলিশ ফাঁিড়র ইনচার্জ এএসআই মির্জা জানান, বানিয়াচং থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিছমিল্লাহ পরিবহনের একটি বাস সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।