স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে বানিয়াচঙ্গ উপজেলা সদরের আমিরখানী মহল্লার খাগরী হাটির প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে- মোঃ ইউনুছ মিয়া, জুলেখা বেগম, ইমরান হোসেন, জয়ধন বেগম।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে জয়ধন বেগমের সাথে একই এলাকার মৃত মলাই উল্লাহর পুত্র আমিজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে এরা আহত হয়।
আহত ইউনুছ মিয়া জানান, তার বোন জয়ধন বেগমের উপর প্রতিপক্ষের নুরুল হক, সিদ্দিক মিয়া, জিয়াউল হক, আমিজ আলী হামলা চালায়। এ সময় বোনকে রক্ষায় মোঃ ইউনুছ মিয়া, মা জুলেখা বেগম ও পুত্র ইমরান হোসেন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করা হয়। এর মধ্যে ইমরানের অবস্থা আশংকাজনক।