স্টাফ রিপোর্টার ॥ চাঞ্চল্যকর সিএনজি চালক কাওছার মিয়া হত্যা মামলায় দুদু মিয়া (৩৫) নামে আরো এক আসামীকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। সে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে সাততালিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। গত বুধবার সন্ধ্যায় সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেবের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় চলতি বছরের ১২ জুলাই গভীররাতে সিএনজি চালক কাওছার মিয়াকে হত্যা করা হয়। এ মামলার অন্যতম আসামী দুদু মিয়া ওরফে সেলিম। এতদিন সে আত্মগোপনে ছিল।