স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের নাশকতার মামলায় সাবেক উপজেলা যুবদল এর সভাপতি যাত্রাপাশা গ্রামের শেখ আমজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১১ টায় বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ সদরের গ্যানিংগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, বানিয়াচং থানার ৬টি নাশকতার মামলার অন্যতম আসামী শেখ আমজাল হোসেন। রিমান্ডের আবেদন করে আজ তাকে আদালতে হাজির করা হবে বলেও থানা সূত্রে জানা গেছে।