নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১২ নভেম্বর হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও পুলিশের মহা পরির্দশক (আই.জি.পি) এর আগমন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শামিম চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, এএসপি উত্তর সার্কেল সাজিদুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহীদ আহমদ, উপজেলা জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, মেহের আলী মালদার, কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, যুবরাজ গোপ, মিজানুর রহমান মিজান প্রমুখ। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী কমিউনিটি পুলিশিং এর সবাইকে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহনের আহবান জানিয়ে বলেন, কমিউনিটি পুলিশিংকে সম্পূর্ন রাজনৈতিক মুক্ত রাখতে হবে। রাজনীতির নাম ভাঙ্গীয়ে কোন দালাল বাটপার যাতে অবৈধ ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া গত বুধবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন পৌর সভার সকল ওর্য়াডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কমিউনিটি পুলিশং এর হবিগঞ্জে মহাসমাবেশকে সফল করার জন্য মতবিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে মহাসমাবেশে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।