স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামের বাসিন্দা থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুক রানার মাতা ফিরোজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিকেল সাড়ে ৪টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দসহ নানা পেশার শত শত ধর্মপ্রাণ লোকজন অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শাহ মোঃ হুমায়ূন কবির, পৌর কাউন্সির সাইদুর রহমান, সমাজসেবক আব্দুল জলিল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, এমএ হাকিম, জুয়েল চৌধুরী, এমএআজিজ সেলিম, এম আর শায়েল, মোঃ মামুন চৌধুরী, এনামুল হক সায়েম, থানা প্রেসক্লাব সহ-সভাপতি লেমন চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোঃ জমির আলী, কোষাধ্যক্ষ হামিদুল হক বুলবুল ও মাওঃ আব্দুল কাদির প্রমুখ।