প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নবগঠিত নবীগঞ্জ পৌর কমিটির নেতৃবৃন্দ আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রাতে সংসদ সদস্যের কার্যালয়ে এসে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ হবিগঞ্জ জেলার নেতৃত্বে নবীগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের পৌর কমিটি গঠনকল্পে এক জরুরী সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম নাবিউর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহ সভাপতি এমএ হাসিম মহালদার, এম হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, এসএম কবির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কুতুবুল আলম, সহ প্রচার সম্পাদক সেকুল আহমেদ, তথ্য সম্পাদক আবুল কালাম, হবিগঞ্জ পৌর আহবায়ক ধ্র“ব ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক দীপংকর রায়, আজমিরীগঞ্জ উপজেলার আহবায়ক রিপন গোপ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী চৌধুরী জিন্নাহ, নবীগঞ্জ পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান আজিজকে সভাপতি, আবু সুফিয়ান স্বপনকে সহ সভাপতি, কামাল আহমদ মজনু সাধারণ সম্পাদক, জসিম মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাম কিবরিয়া সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।