এটিএম সালাম/আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে ডুবা থেকে গতকাল বুধবার বিকেলে আব্দুল হান্নান (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আব্দুল হান্নান ওই গ্রামের নাজিম উল্লাহর ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় তার পার্শ্বের বাড়ীর লন্ডন প্রবাসী সৎ মামা সৈয়দ গোলাম মুছা ওরপে লাউ লন্ডনী তাকে নিজ বাড়ী থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও বন্ধ পাওয়া যায়। বাড়ীর লোকজন অনেক খুজাখুজি করে ও তাকে পায়নি। এক পর্যায়ে নিহত হান্নানের স্ত্রী মুছা’র বাড়িতে স্বামীর সন্ধানে গেলে তার স্ত্রী সুমি বেগম খাওয়া ধাওয়া শেষে হান্নান তাদের বাড়ি থেকে চলে গেছে বলে জানায়। গতকাল বুধবার বিকেলে গ্রামের জনৈক ব্যক্তিদ্বয় সৈয়দ গোলাম মুছা ওরপে লাউয়ের বাড়ীর নিকট একটি ডুবার মধ্যে তার লাশ ভাসতে দেখে এলাকার মানুষ। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দ গোলাম মুছার স্ত্রী সুমি বেগম ও অপর এক আত্মীয় জনৈকা মহিলাকে থানায় নিয়ে আসেন। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সুত্রে জানায়। এদিকে গতকাল থেকেই লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউ লন্ডনীর হদিছ পাওয়া যাচ্ছেনা। তার বাড়ীঘরে তালা দিয়ে চম্পট দিয়েছে। নিহত আব্দুল হান্নানের পরিবারের দাবী তাকে মুছা লন্ডনী পরিকল্পিত ভাবে হান্নানকে হত্যা করে ডুবায় ফেলে লাশ গুম করার অপচেষ্টা করে ছিল।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ জানান, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহে বিভিন্ন স্থানে আঘাতের দৃশ্য রয়েছে। বাম কান দিয়ে রক্ত ঝড়ছিল এবং ফুলা রয়েছে। বুকে একটি আঘাত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি বলেন, মৃতের পরিবার মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্তে হত্যাকারী যেই হউক তাকে ছাড় দেয়া হবে না বলে জানান ওসি মোঃ আব্দুল বাতে খাঁন। এদিকে রির্পোট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি। তবে নিহতের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।