স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক ও এনটিভি’র হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি, আমিরচাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কাশেমকে কার্যকরী সভাপতি এবং বাংলাকণ্ঠ অনলাইন নিউজ পেপারের সম্পাদক এস এম খোকনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার মঙ্গলবার উক্ত কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি (১০ জন) নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক ইসলাম উদ্দিন, রোটারিয়ান আলহাজ্ব মাস্টার সিরাজুল ইসলাম, হবিগঞ্জ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী, অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রোটারিয়ান মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রাসেল চৌধুরী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও অ্যাডভোকেট এম এ মজিদ; যুগ্ম সাধারণ সম্পাদক (৩ জন) রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র চার্টার প্রেসিডেন্ট ডা: এসএস আল-আমিন সুমন, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের ও শ্রেষ্ঠ শিক্ষিকার পুরস্কারপ্রাপ্ত প্রাইমারী স্কুল শিক্ষিকা শর্বানী দত্ত; সাংগঠনিক সম্পাদক (৩ জন) স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, রোটারিয়ান জলি রহমান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, কোষাধ্যক্ষ নুরুল হক কবির, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম সুরুজ আলী, দপ্তর সম্পাদক নাট্যাভিনেতা সিরাজুল ইসলাম জীবন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সায়লা খান। সদস্যগণ হলেন- বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: মো: জমির আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, ডা: রোজিনা রহমান, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, অবসরপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আকবর হোসেন, যমুনা টিভি ও দৈনিক যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, অ্যাডভোকেট জন্টু দেব, মোশাহেদ মিয়া, আব্দুল কদ্দুছ খান ও আকবর হোসেন।
পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার অভিনন্দন জানিয়েছেন।