প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী ও শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েত সরদার শহীদুর রহমান লাল এর বাসায় পুলিশি হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরণের ঘটনার কার জন্য কাম্য নয়। তারা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্টু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া দাবি জানান।