স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে স্বপন হত্যা মামলার ফাঁসি’র দন্ডপ্রাপ্ত আসামী ওয়ালী মিয়া (৩২) কে গত সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়।
আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ূন আহমেদ, এএসআই শরীফুল হক ও কনস্টেবল জাহেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রকাশ, ২০০৬ সালে শিবপাশা গ্রামের স্বপন মিয়া নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় নিহত স্বপনের বড় ভাই এডঃ সাইদুল আমিন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ২০১১ সালে কোর্টে স্বপন মিয়া হত্যা মামলার রায় প্রদান করা হয়। এতে ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৪ জনের মুত্যুদন্ডের রায় প্রদান করেন। এর পর থেকে ওয়ালী উল্লাহ পুলিশের চোখ ফাকি দিয়ে বিভিন্ন ঘুরে বেড়াচ্ছিল।