এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ মারা যাবার ১ বছর পর আদালতের নির্দেশে কবর খুড়ে ১৫ মাসের শিশু তানভীরের লাশের কোন অস্তিস্থ পাওয়া যায়নি। হারগুড়ও নেই। কবরে পাওয়া গেছে কয়েকটি বাশের টুকরা। তাই পরীক্ষার জন্য নেয়া হয়েছে কবরের কিছু মাটি।
প্রকাশ, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামে জমসেদ আলীর পুত্র ১৫ মাসের শিশু তানভিরের লাশ বাড়ির পার্শ্ববর্তী একটি পানি ভর্তি নৌকা থেকে ২০১৪ সনের ৮ নভেম্বর উদ্ধার করা হয়েছিল। দাফনের প্রায় ১ বছর পর আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য শিশু তানভীরের কবর খোড়া হয়। খবর খুড়ার পর সেখানে লাশের কোন অস্থিত্ব মিলেনি। শুধু কয়েকটি বাঁশের টুকরো পাওয়া যায়। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। লাশের বা হারগুড়ের কোন অস্থিত্ব না পেয়ে রাসায়নিক পরীক্ষার জন্য কবরের কিছু মাটি নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর ওই গ্রামের উত্তর পাড় এলাকায় জলমহালকে কেন্দ্র করে ওই গ্রামের লালু মিয়া ও আজগর আলীর লোকদের মধ্যে এক সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনার কয়েক ঘন্টা পর লালু মিয়ার নাতি জমসেদ আলীর ১৫ মাস বয়সের শিশু তানভির হোসেনের মৃত দেহ তাদের বাড়ির নিকটস্থ নদীর কিনারে একটি পানি ভর্তি নৌকায় পাওয়া যায়। পরে গ্রামের একটি কবর স্থানে শিশু তানভীরের লাশ দাফন করা হয়। এ ঘটনার ঘটনার ১১ দিন পর তানভিরের দাদা লালু মিয়া বাদী হয়ে আজগর আলীকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে নবীগঞ্জ থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য হয়। এ মামলার প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী মৃত শিশুর ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে দীর্ঘ প্রায় ১ বছর পর গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে তানভিরের কবর খোড়া হয়। এ সময় কবরের ভিতরে কয়েকটি বাঁশের টুকরো ছাড়া কিছুই পাওয়া যায়নি।
অপর দিকে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা চলতি বছরের ৬ মে বিজ্ঞ আদালতে মামলার চার্জসীট দাখিল করেন। উক্ত চার্জসীটে শিশু মৃত্যুর ঘটনাটি তথ্যগত ভুল উল্লেখ্য করা হয়েছে। এর মধ্যে মামলাটি নথিভুক্তির জন্য বাদী লালু মিয়া গত ৫ ফেব্র“য়ারী বিজ্ঞ আদালতে আবেদন করেন। এছাড়া নিহত শিশু তানভীরের মা খুদিজা বেগম হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্যালয়ে কার্য বিধির ৫৩৯ ধারার বিধান মতে স্বাক্ষ্য সংক্রান্ত একটি হলফনামা প্রদান করেন। উক্ত হলফনামায় তিনি উল্লেখ করেন তার শিশু বাচ্চা তানভীর তার বাবার কোলে ছিল। গোলমালের সময় তিনি শিশুটিকে বাড়ির পাশে কোল থেকে নামিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু অসাবধানতা বশতঃ ও শিশুর পিতা-মাতার বে-খেয়ালী হওয়ার কারনে শিশু তানভীর পানিতে ডুবে মারা যায়।