নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান মুন্না ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আজমল হোসেন টিপু, সদস্য আলী হোসেন এবং কবির হোসেনকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। দেবপাড়া ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাত ৭টায় গোপলার বাজার অস্থায়ী কার্যালয়ে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন সাজ্জাত। প্রধান অতিথি ছিলেন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম। বিশেষ অতিথি ইউপি যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুত, সহ-সভাপতি খসরু আহমদ সাজু, উপজেলা স্বেচ্ছসেবকলীগ নেতা আলী আকবর। উপস্থিত ছিলেন বশির মিয়া, জিতু মিয়া, জুয়েল মিয়া, এনামুল মিয়া, সাজান মিয়া, আব্দুস সামাদ, আলী হোসেন, রুমেল আহমদ, সেমু আহমদ, রিপন আহমদ, রুবেল, রায়হান, মহসিন, সাইদুর, সেলিম, কাউছার, মিজান, সাইফুল, জাহান, নাসির প্রমূখ। অনুষ্টানে অতিথিবৃন্দ দেবপাড়া ইউপির কৃতি সন্তান সফিকুর রহমান মুন্নাকে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক, আজমল হোসেন টিপুকে প্রচার সম্পাদক এবং আলী হোসেনকে সদস্য মনোনিত করায় জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।