মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি সাংবাদিক আখলাক হুসেনই খান খেলুকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়েছে। হার্ট, কিডনীসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত খেলু হৃদরোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ১৫ নং কেবিনে সহযোগী অধ্যাপক ডাঃ জামানের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন। হাওর গবেষক হিসেবে তার গবেষনালব্ধ ক্ষুরধার কলামগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর উজানে ভারতের বাঁধ আগ্রাসন ও টিপাইমুখ বাঁধ নির্মানের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে বেগবান করে তুলেছিল। তার এ গবেষণামূলক লেখা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল এ আলোচনা হয়েছে। হাওরাঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রামে কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তার লেখা প্রতিবেদন ও কলাম বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। অসহায় মানুষের হাসি-কান্নার গল্প তুলে আনতে গিয়ে নিজের জীবনের দিকেও ফিরে তাকানোর সময় পাননি তিনি। অযতেœ-অবহেলায় তার শরীরে বাসা বাঁধে নানা রোগব্যাধি। কলমযুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে অনেকটাই অসফল সাংবাদিক খেলু। অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। এমতাবস্থায় সাংবাদিক আখলাক হুসেইন খান খেলুর পরিবার পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা ও দোয়া প্রার্থনা করা হয়েছে। সাংবাদিক খেলুর চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে পারেন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের এই নাম্বারে ০১৭২১-৪৮২৬৬৭।