বাহুবল প্রতিনিধি ॥ বাহুলের তরুন সাংবাদিক এটিএম তামিম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি—–রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। সে বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। প্রখ্যাত আলেমেদীন মরহুম হজরত মাওলানা গুলাম মাওলা নেজামী সাহেবের বড় ছেলে। এটিএম তামিম বাহুবল মডেল প্রেসক্লাবের সদস্য। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। গত সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে বাহুবল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের আইসিস কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মরহুমের নিজ বাড়ীতে জানাজা অনুষ্টিত হয়।