রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম খান (পিএসসি) প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠাতাবাষির্কীর কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহম্মেদ পিএসসি, ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সর্দার মোহাম্মদ রেজাউল হক, শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশ মেজর মোঃ সাহেদ মেহের, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলাইমান মিয়া, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকতার্ শহিদুল হক, মাধবপুর উপজেলা ভাইস চেযারম্যান চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল হোসেন লিটন মিয়া, হামিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।