আবুল হোসেন সবুজ ॥ হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার দঃ বরগ গ্রামের জামাল খানের পুত্র ফয়েজ খান (২৪) কে আটক করে।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর দক্ষিণ বরগ গ্রামের একটি পুকুর লিজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৌলানা আম্বর আলীর কন্যা নাহিদা বেগম (১৪) ঘটনাস্থলেই নিহত হন। ওই দিন রাতেই নিহতের মামা আব্দুর রহিম বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ফয়েজ খান এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।