বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে প্রাণনাশের হুমকি ও তার পিএস এবং গাড়ি চালকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মানবন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, আব্দুস সহিদ, সাবেক ডেপুটি কমান্ডার তৈয়ব খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও শামীনুর রহমান প্রমুখ।