নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বায়তুন নুর জামে মসজিদের টাইলস ও সংস্কার কাজের জন্য গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে বাউসা হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা শ্রমিকলীগ নেতা আলী হাছান লিটন এর হাতে বিশ হাজার টাকার একটি চেক প্রদান করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা পুলিশিং কমিউনিটির উপদেষ্ঠা, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক, নবীগঞ্জ উপজেলা পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি, নবীগঞ্জ বাহুবলের গণমানুষের নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সকল কর্মকর্তাগণ। বিগত কয়েকদিন পূর্বে ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া মাদ্রাসায় এক লাখ টাকার একটি চেক প্রদান করেন। তিনি উক্ত ইউনিয়নের মসজিদ মাদ্রাসা ব্রীজ খালভাট, সলিং কাজসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। কিছু কাজ চলন্ত অবস্থায় আছে। যাহা অচিরেই সমাপ্ত হবে।