বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদ আয়োজিত ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার মোঃ আব্দুল খালেক, বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুরানবাগ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, প্রধান শিক্ষক মাওঃ আব্দুল হাই, প্রধান শিক্ষক মোঃ আলী রহমান, প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, আব্দুল কাইয়ুম, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।