এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর সুন্দরনগরস্থ জেআইসি স্যুাট এর পার্শ্ব থেকে বস্তাবন্দী অবস্থায় মশাহিদ মিয়া (৩৮) নামে এক সিএনজি চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সে আউশকান্দি ইউনিয়নের আমকোনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন রাতে জেআইসি স্যুট এর পাশে নির্জন স্থানে একটি বস্তা পড়ে তাকতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে এর মুখ খুলে মশাহিদকে আধা মরা অবস্থায় দেখতে পান। লোকজন সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
মশাহিদের ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। মশাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের প্রভাবশালী লোকদের সাথে তার বিরোধ রয়েছে। অপর একটি সুত্রে জানা যায়, চুরি, নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যও এ ঘটনাটি সাজাঁনো হতে পারে বলে ধারনা করেছেন অনেকেই। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। সম্প্রতি আউশকান্দি গার্মেন্টস ভাংচুরের দায়েরী দ্রুত বিচার আইনে মামলার আসামী ছিল মশাহিদ। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। সে দীর্ঘদিন পলাতক ছিল বলেও স্থানীয় সুত্রে জানা গেছে।