চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিনা অপারাধে জাল ওয়ারেন্টে গ্রেফতার হয়ে ১১দিন জেলা কাটলেন ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম। জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ গ্রামের মৃত আঃ মতিন ভান্ডারির ছেলে ও ব্যবসায়ী এসএম জাহাঙ্গীর আলমকে চুনারুঘাট থানার এএসআই আলমাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মহানগর হাকিমের আদালত নং-২৬, ঢাকার সিআর মামলা নং-৫২০/১৫নং মামলায় ওয়ারেন্টের আসামী হিসেবে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। গত ২৬ অক্টোবর মহানগর হাকিমের আদালত নং-২৬ ঢাকা আদালতে গ্রেফতারকৃত জাহাঙ্গীরের জামিন প্রার্থনা করেন তার আইনজীবি এডভোকেট এমডি দুলাল মিয়া। জামিন প্রার্থনার পর ওই মামলার নথিপত্রে জাহাঙ্গীর এ মামলার আসামী নয় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার আদেশ দেন জাহাঙ্গীরের নামে ইস্যুকৃত ওয়ারেন্টে যে ধার্য্য তারিখে উল্লেখ আছে অর্থাৎ আগামী ১১ নভেম্বর আদালতে দৈনন্দিন কার্য তালিকায় এরূপ কোন মামলা নাই। এবং উল্লেখিত মামলার বাদী ও আসামীর নামও ভিন্ন। এছাড়া ওয়ারেন্টে প্রদত্ত সীল এবং আদালতের ব্যবহৃত সীল এক নয়। এমতাস্থায় আসামী উল্লেখিত মোঃ জাহাঙ্গীর আলমকে অত্র মামলা থেকে অব্যাহতি ও জেল থেকে রিলিজ দেয়ার আদেশ প্রদান করেন। অবশেষে গত ২৮ অক্টোবর জেল থেকে মুক্তি পান ব্যবসায়ী জাহাঙ্গীর। বিনা দোষে ভূয়া ওয়ারেন্টে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কার রোষানলে পড়ে ১১দিন হাজতবাস করলেন এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।