প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর সভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী পারুলের নেতৃত্বে অর্ধশত মহিলা আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আলেয়া জাহিরের হাতে নৌকা উপহার দিয়ে আনুষ্টানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। হবিগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী পারুলের নেতৃত্বে তারা যোগদান করেন। যোগদানকালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগে যোগদানকারী নেত্রী ও হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, লুকড়া ইউপির মহিলা সদস্য রুখেয়া আক্তার, জাহানারা বেগম, শায়েস্তাগঞ্জ ইউপির মহিলা সদস্য কাজী ফরিদা বেগম, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা শাহ্ শারমিন আক্তার, মহিলা নেত্রী শাহ্ নাজু আক্তার, শিউলী বেগম ও শিজু বেগমসহ অর্ধশত নারী। যোগদানকালে এমপি আবু জাহির তাদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নেও ব্যাপক কাজ করে যাচ্ছে।