প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর জমিয়তের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের নুরুল হেরা জামে মসজিদে জেলা জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল করিম আজহারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জমিয়ত সভাপতি শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাওঃ কুতুব উদ্দিন, মাওঃ মাছরুরুল হক, মাওঃ আশিকুর রহমান, মাওঃ তাফাইমুল হক, মাওঃ শিব্বির আহমেদ, মুফতি বিলাল আহমেদ চৌধুরী, মাওঃ মামনুল হক, মাওঃ জাহেদুল আলম, মাওঃ ফরিদ আহমদ, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ আঃ ছালাম ও মনির হুসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমিয়তের পয়গাম প্রতিটি পাড়া-মহল্লা, গ্রামগঞ্জে পৌছে দিতে হবে।