প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এম ইসলাম তরফদার তনুকে বিএনপির একক মেয়র প্রার্থী ঘোষণা দেয়ার দাবী জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর উমেদনগর এলাকায় এক সভায় এই দাবী জানানো হয়।
জেলা বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদের সভাপতিত্বে ও কৃষকদল নেতা অধ্যক্ষ আফজাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা হাজী মোঃ ফুল মিয়া, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম মেরাজ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, মফিজ মিয়া, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সদর থানা শ্রমিকদলের সভাপতি সোহেল এ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক লালন আহমেদ, জেলা যুবদল নেতা টেনু মিয়া, নাসির উদ্দিন বাবু, জাসাদ নেতা শাহ ফারুক আহমেদ, কামরুল হাসান কাজল, কামাল খান, শেখ রহমত আলী, তাজুল ইসলাম, আহম্মদ আলী ঝাড়ু, সোনাহর আলী, আব্দুল হামিদ, আশ্বব আলী, শেখ ফারুক মিয়া, আহমেদ জামান খান শুভ, সোহেল মিয়া, রুবেল মিয়া, মকসুদ আলী, আব্দুল হামিদ, মোঃ সোহাগ, আব্দুল হাশিম, মোঃ জিতু মিয়া, উজ্জল আহমেদ হৃদয়, মোবারক হোসেন, আবু বকর, দুলাল মিয়া, খাইরুল ইসলাম ও এম এ কাওছার প্রমুখ।