বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ আগামী ১২ নভেম্বর হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশকে সফল করার লক্ষে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় ৪ নভেম্বর সকাল ১০টায় বানিয়াচং থানা কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য উপজেলা কমিউনিটি পুলিশং ফোরাম এর মতবিনিময় সভা ও ১২ নভেম্বর হবিগঞ্জের কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশে সংশ্লিষ্ট সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার আহবান জানিয়ে বক্তৃতা করেন বানিয়াচং থানার এস.আই মোঃ মোবারক হুসেন, মেম্বার মোঃ আয়ূব আলী, মোঃ ময়না মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোছাঃ আম্বিয়া খাতুন, মোছাঃ শিরিকা বেগম, সাবেরা খাতুন, মোঃ আলাউদ্দিন মাস্টার, মোঃ ছবারক মিয়া, টিসি বুলবুল ধর, মোঃ মোতাব্বির হোসেন, দেবাশীষ চৌধুরী, মোঃ আব্দুল খালিক, মোঃ আরজু মিয়া, মহসিন মিয়া, মোঃ আনছার আলী, নেছার উদ্দিন প্রমূখ।