টাফ রিপোটার ॥ পুলিশের মহাপরিদর্শন (আইজিপি) একেএম শহিদুল হক ১২ নভেম্বর হবিগঞ্জে আগমন উপলক্ষে শহরের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। গতকাল সন্ধ্যায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এ সময় উপস্থিত ছিলেন- মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, চেম্বারের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় বিক্রম শিবু, চেম্বার পরিচালক মিজানুর রহমান মিজান, দুলাল সূত্রধর, নাছির উদ্দিন, ফখরুল ইসলাম বাবুল, এন এম ফজলে রাব্বী রাসেল, কায়সার আহমেদ জনি, শেখ আনিসুজ্জামান, জয়নাল আবেদীন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক সামছুল হুদা, মার্চেন্ট নেতা মোঃ আবুল হাসিম, হিরাজ মিয়া, হাবিব খান, স্বপন লাল বণিক, শিশির বণিক, আহমেদ কবির আজাদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আগামী ১২ নভেম্বর আইজিপি হবিগঞ্জ আগমনে সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।