স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেনস্ ইয়ূথ লিডারশিপ ট্রেনিংয়ের ৭০৬তম ব্যাচের ট্রেনিং শুরু হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে ট্রেনিংয়ের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তুতিউর রহমান, বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি ও সুজন হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী। অ্যাকটিভ সিটিজেনস্ ফেসিলিটেটর জিয়া উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেসিলিটেটর শামীম আহমেদ। সনদ বিতরণের মধ্য দিয়ে ৪ নভেম্বর ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপন হবে।