বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলায় জেএসসি ও জিডিসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ৭টি কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় ৩৩৪৩ জন পরীক্ষার্থী মধ্যে ২৭৫৩ জন অংশগ্রহন করেন। ১ম দিন ০১ নভেম্বর বাংলা ও কুরআন মজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বানিয়াচঙ্গ উপজেলায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬৫৪ জনের মধ্যে ৬৩৯ জন উপস্থিত। সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪৪৩ জনের মধ্যে ৪৩৩ জন উপস্থিত। রতœা উচ্চ বিদ্যালয়ে ৩৪৮ জনের মধ্যে ৩৪২ জন উপস্থিত, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে ৫১৭ জনের মধ্যে ৪৯৮ জন উপস্থিত। হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৩৫৩ জনের মধ্যে ৩৫০ জন উপস্থিত। কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬৬০ জনের মধ্যে ৬৩৯ জন উপস্থিত। বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৬৩ জনের মধ্যে ৩৫০ জন উপস্থিত। জেএসসি ও জেডিসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচঙ্গ সদর ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক অফিসার কাওছার শোকরানা, সমাজ সেবা অফিসার জালাল উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুল ইসলাম। পরিদর্শনকালে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন পরিদর্শনকারীগণ।