স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে ফিকলের আঘাতে হোসনা বেগম (৩৫) এর দাফন সম্পন্ন হয়েছে। অন্যদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক নিহতের স্বামী আলোচিত হাফেজ আবু তাহের ওরফে টুক্কা মোল্লা (৪০) কে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর বিকালে হোসনার লাশ ওই গ্রামের ধানী জমিতে অচেতন দেহ পড়ে থাকতে দেখে নাটকের নায়ক টুক্কা মোল্লাসহ তার পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সদর থানার ওসির সন্দেহ হলে টুক্কা মোল্লাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে কারাগারে প্রেরণ করেন। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বিকালে হোসনার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। পরে হোসনার গ্রামের বাড়ি বুল্লাতে তার দাফন সম্পন্ন হয়। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটক টুক্কা মোল্লাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মুল রহস্য উদঘাটন করা হবে।