বানিয়াচং প্রতিনিধি ॥ আইজিপি কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় চূড়ান্ত খেলা লাখাই উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বানিয়াচং উপজেলাকে বিজয়ী ঘোষনা করে সিলেট বিভাগীয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য বলা হয়েছে। কাবাডি প্রতিযোগিতায় বানিয়াচং ৩২ পয়েন্ট এবং হবিগঞ্জ উপজেলা ২৩ পয়েন্ট পেয়ে বানিয়াচং এর কাছে হার মেনেছে। ১লা নভেম্বর বিকেলে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সৌজন্যে বিজয়ীদের মাঝে ক্যাশ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। বিশেষ অতিথি লাখাই উপজেলার চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ। বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, লাখাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নির্মলেন্দু চক্রবর্তী, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাম্মিল হক, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর ৩নং ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। কাবাডি খেলায় সমন্বয়কারী ছিলেন শাহ্ ফখরুজ্জামান। রেফারী ছিলেন সাজিদুর রহমান লাল, আঃ মুতালিব মমরাজ, নুরুল ইসলাম ও লিটন মিয়া। আজ ২ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় লাখাই উপজেলা কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশে কাবাডি প্রতিযোগিতায় বানিয়াচং উপজেলাকে বিজয়ী ট্রফি প্রদান করবেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম। বানিয়াচং উপজেলা কাবাডি খেলায় বিজয়ী হওয়ার খবর পাওয়ার পর আনন্দ মিছিল করেছে যুবসমাজ।