প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ সদর থানার জরুরী বৈঠকে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়ত সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক।
উপজেলা জমিয়েত নির্বাহী সভাপতি মাওঃ আব্দুল হাকিম নিশাপটির সভাপতিত্বেও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওঃ আলী আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জমিয়ত সহ-সভাপতি মাওঃ শানসুল হক সাদী, সাধারণ সম্পাদক মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, জেলা ছাত্র জমিয়ত আহ্বায়ক হাফেজ তাফহীমুল হক, জেলা যুব জমিয়ত যুগ্ম আহ্বায়ক মাওঃ মামুনুল হক, আজমিরীগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওঃ তৈয়বুর রহমান, জেলা ছাত্র জমিয়ত সদস্য সচিব এখলাছুর রহমান, হাফেজ তাহা খান। উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে বৈঠকে সংগঠনের তৎপরতাকে বৃদ্ধি করা সহ যাবতীয় কার্যক্রম জোদার করার সিদ্ধান্ত হয়। বৈঠকে আগামী ৭ই নভেম্বর কেন্দ্রীয় কাউন্সিল সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।