নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে দেব সজীব সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গহরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি নিতাই রায়ের বাড়িতে আয়োজিত সভা শেষে পুজাসহ সেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি নিতাই রায়, সহ-সভাপতি দীলিপ দাশ, সাধারন সম্পাদক অঞ্জন রায়, সহ-সাধারন সম্পাদক সুরেন্দ্র দাস, অর্থ সম্পাদক বাবুল দাস, সহ-অর্থ সম্পাদক দিপু দাস, প্রচার সম্পাদক রতীন্দ্র সরকার, সহ-প্রচার সম্পাদক সুবীর দাস, আলোক শয্যা সম্পাদক লিলন রায়, সহ-আলোক শয্যা সম্পাদক রিংকু দাস, গণসংযোগ সম্পাদক শেফাল রায়, সহ-গণ সংযোগ সম্পাদক লিটন দাস, সাহিত্য সম্পাদক অর্জুন রায়, সহ-সাহিত্য সম্পাদক সুমন দাস, উপস্থাপনা সম্পাদক সুমন দাস, সহ-উপস্থাপনা সম্পাদক রুবেল রায়, সমাজ কল্যাণ সম্পাদক নান্টু রায়, সহ-সমাজ কল্যাণ সম্পাদক যতীন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক দিবাংশু রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক অসীম রায়। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, নরেন্দ্র লাল রায়, সাধন দাস, হিমাংশু রায়, জিতেন দাস, সুদাংশু রায়, স্বদেব দাস, অবিনাস রায়, পঙ্কজ দাস। সদস্য রয়েছেন, হিরেশ রায়, পিংকু দাস, লিটন দাস, বাচ্চু দাস, চন্দন রায়, অপু দাস, জিতেন্দ্র রায়, ঝুমন রায়, ইমন রায়, ইকন রায়, প্রদীপ দাস, পটল দাস, কাজল দাস, লিপটন দাস, কানাই রায়, সন্তোস দাস, সুব্রত দাস, রবীন্দ্র রায়, বলাই রায়, জিতু সরকার, রঞ্জিত সরকার, সুষেণ সরকার, শুভ সরকার, অনিমেষ রায়, নিমাই রায়, তরুণ রায়, অজিত রায়, সুজিত দাস, গোপেন দাস, নেপাল রায়, সুবল দাস, মিলন দাস, রিপন দাস, গোপাল রায়, হিতাংশু রায়, শ্রীবাস রায়, সুজ্জল দাস, স্বপন দাস, ভাগ্যস্বর সরকার, ভূষন সরকার, রঞ্জিত রায় প্রমূখ। আয়োজিত সভায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।