স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী ও তার পতœী বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনির ৪০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সভা শেষে তাদেরকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, কার্যকরী সভাপতি আমিরচান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মোঃ আবুল কাশেম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, রোটারিয়ান আলহাজ্ব সিরাজুল ইসলাম, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, আদর্শ শিক্ষিকা শর্বানী দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন বানিয়াচঙ্গ শাখার সভাপতি এস এম খোকন, এসএ টিভির সহকারী সিরাজুল ইসলাম জীবন প্রমূখ।