নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১২ই নভেম্বর জেলা পুলিশিং কমিউনিটি সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার করগাও ইউপি কমিউনিটি পুলিশের উদোগে ইউপি কমপ্লেক্সে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ইউপি পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপির দায়িত্ব প্রাপ্ত এস আই আবুল খায়ের, রুবেল মিয়া, মালিক লাল দাশ, আব্দুর রউপ, ভৈরব দাশ, আব্দুল কদ্দুস সাগর, দেলোয়ার হোসেন, মনর উদ্দিন, অধির চন্দ্র দাশ, শশাংক শেখর দাশ, আলফাস মিয়া, রবিন্দ্র চন্দ্র দাশ, তপু চৌধুরী, লিটন চন্দ্র দাশ, মোঃ জিতু মিয়া, সালেহা বেগম, রেনু বেগম, সোনারা বেগম, ব্যবসায়ী সুনুক মিয়া, রমজান আলী, তপন জ্যোতি রায়, অশেষ কুমার দাশ, মুহিত মিয়া, সুদীসন দাশ, আনছার উল্ল্যা, নুনু মিয়া, অনন্ত কুমার দাশ, মুহিত মিয়া, এমদাদুল হক, জহুর লাশ দাশ, সফর আলী প্রমূখ। সভায় আগামী ১২ নভেম্বর জেলা পুলিশের সমাবেশে অংশ গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়।