প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৭ নং নুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ার্যমান প্রার্থী হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুছ তালুকদার সেবনকে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী করার জন্য দাবী জানানো হয়েছে। ইউনিয়নের দেড় শহস্ত্রাধিক সমর্থক গতকাল সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের গনমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিশাল মিছিল সহকারে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নিকট সাক্ষাৎ করে এ দাবি জানান। পরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের মাঠে এমপি আবু জাহির তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় পরিচালনা করেন সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ অলিউর রহমান খোকন। এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুছ তালুকদার সেবন ফুলের তোড়া দিয়ে এমপি আবু জাহিরকে শুভেছা জানান এবং দলীয় সমর্থন কামনা করেন। এসময় ইউনিয়নের সাধারণ জনগণ আব্দুল কদ্দুছ তালুকদার সেবনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য এমপি আবু জাহিরের কাছে জোর দাবি জানান।